জীবন বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


181) ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোম এর কোন অংশ দায়ী--
A) স্যাটেলাইট বডি
B) টেলোমিয়ার
C) ক্রোমাটিড
D) সেন্ট্রোমিয়ার

182) নারকেলের যে অংশ আমরা খাই তা হল
A) ফলের ত্বক
B) শস্য
C) বীজপত্র
D) ভ্রণ

183) কাকে ‘জীববিজ্ঞানের জনক' বলা হয় ?
A) মেন্ডেল
B) ডারউইন
C) হরগোবিন্দ খুরানা
D) অ্যারিস্টটল

184) উদ্ভিদের কোষ রসে বিদ্যমান যে রঞ্জক টি ফুলের পাপড়ির বর্ণবৈচিত্র্য আনে সেটি হল--
A) অ্যান্থোসায়ানিন
B) অ্যাক্রোনিন
C) সিস্টারিন
D) ট্রানসোজোম

185) নিম্নের কোনটি কে “ব্লাড ব্যাংক" বলা হয়--
A) লিভার
B) হৃদপিণ্ড
C) প্লীহা
D) ওপরের কোনোটিই নয়

186) ‘মাস্টার গ্ল্যান্ড' বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল
A) মস্তিষ্ক
B) পিটুইটারি
C) অগ্ন্যাশয়
D) থাইরয়েড

187) যখন কতকগুলি রাইবোজোম একে অপরের সঙ্গে যুক্ত হয়ে শৃঙ্খলের ন্যায় সজ্জায় সজ্জিত থাকে তখন তাকে বলা হয়--
A) পলিজোম
B) সেন্ট্রিফিউজ
C) কনডেনসিং
D) কোনোটিই নয়

188) প্রতিটি গ্রানা যে চ্যাপ্টা ভেসিকল দ্বারা গঠিত তাকে বলা হয়--
A) ভ্যাকুল
B) টিউটোরিয়াল
C) কোয়ান্টোজোম
D) থাইলাকয়েড

189) হলুদ পাওয়া যায় গাছের কোন অংশ থেকে--
A) মূল
B) কাণ্ড
C) ফল
D) কোনটিই নয়

190) উচ্চস্তপায়ীর জরায়ু ও যোনী নালীর সংযোগ স্থলের সরু অংশটি যে নামে পরিচিত
A) ক্রিটোরিজ
B) ইউরেথ্রা
C) ডিম্বনালী
D) সারভিক্স

191) হাইলাসে অবস্থিত গহ্বর মতো অংশটি কি?
A) মেডুলা
B) রেনাল করপাসল
C) কটেক্স
D) পেলভিস

192) ডিওডেনাম কিসের অংশ--
A) মস্তিষ্ক
B) অন্ত্র
C) যকৃত
D) ফুসফুস

193) মানুষের শরীরের সবচেয়ে দীর্ঘ হাড় হল –
A) টিবিয়া (জঘাস্থি)
B) ফিবুলা (পায়ের নীচের অংশ)
C) ফিমার (উরুর হাড়)
D) হিউমেরাস (বাহু উপরের অংশ)

194) মানব শরীরের সবচেয়ে শক্ত অংশ কোনটি?
A) হাড়
B) এনামেল
C) দাঁত
D) নখ

195) লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে?
A) মূল
B) কাণ্ড
C) পাতা
D) ফুলের মুকুল

196) হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশবিশেষ
A) অস্থি
B) হৃদপিন্ড
C) মস্তিষ্ক
D) বুক

197) উচ্চস্তপায়ীর জরায়ু ও যোনি নালীর সংযোগ স্থলের সরু অংশটি যে নামে পরিচিত
A) ক্রিটোরিজ
B) ইউরেথ্রা
C) ডিম্বনালী
D) সারভিক্স

198) নারকেলের ভোজ্য অংশটি হলো--
A) মুকুল
B) পুষ্পবিন্যাস
C) গর্ভপত্র
D) শস্য

199) AIDS ভাইরাস রক্তের কোন কোষের বৃদ্ধি ব্যাহত করে –
A) শ্বেতরক্ত কনিকা
B) লোহিত রক্তকনিকা
C) হিমোগ্লোবিন
D) সবকটি

200) পিনিয়াল বডি কোথায় থাকে?
A) মস্তিষ্কে
B) গ্রীবাদেশে
C) অগ্ন্যাশয়ে
D) বৃক্কে